বগুড়ায় জলবায়ু পরিবর্তন প্রশমনে সমন্বয় সভা

  22-08-2017 08:40PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : বগুড়া এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ অর্থনৈতিক প্রকল্পের আয়োজনে মঙ্গলবার দিনব্যাপী বগুড়া এডিপি হলরুমে জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন ও প্রশমনে করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া এডিপির অর্থনৈতিক প্রকল্প ম্যানেজার ইভান্স গমেজের সভাপতিত্বে সমন্বয় সভায় জলবায়ু পরিবর্তন বিষয়ে বিষদ আলোচনা করেন সরকারি আজিজুল হক কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারি অধ্যাপক আনোয়ারুল হক চৌধুরী, প্রভাষক জাহিদুল ইসলাম ও এটিএন নিউজ বগুড়া ব্যুরো প্রধান চপল সাহা। এছাড়াও সমন্বয় সভায় মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শঙ্কর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বগুড়ার সহকারি পরিচালক আব্দুর রশিদ, ৫ নং রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, বগুড়া সদর উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল গনি, দৈনিক ইনকিলাব বগুড়া বিশেষ প্রতিনিধি মহসিন রাজু, যমুনা টেলিভিশন বগুড়া ব্যুরো প্রধান মেহেরুল সুজন, সময় টেলিভিশন বগুড়ার স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান, মাইটিভি বগুড়া জেলা প্রতিনিধি লতিফুল করিম, পেসড্ বগুড়ার নির্বাহী পরিচালক মাহফুজ আরা মিভা, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার ও বগুড়া কেন্দ্রীয় ইয়ূথ ফোরামের সভাপতি সঞ্জু রায়।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন শুরু হয়েছে সভ্যতার ক্রম বিকাশের সাথে সাথে। এছাড়াও প্রকৃতির নিয়মে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়ে আসছে লক্ষ লক্ষ বছর ধরে কিন্তু উন্নত বিশ্বের কার্বন ডাই অক্সাইড নির্গমনের কারনে পুরো পৃথিবীতেই বাড়ছে উষ্ণতা। কিন্তু সবচেয়ে ভয়াবহ শিকার হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়া। এর ফলে বাংলাদেশে আগামী ৫০ বছরে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে দক্ষিণাঞ্চলের বিশাল অংশ সমুদ্র গর্ভে বিলীন হয়ে যাবে। এখন থেকেই যদি এর ব্যবস্থা নেয়া সম্ভব হয় তাহলে কিছুটা হলেও রক্ষা পাওয়া সম্ভব। এজন্য জনসচেতনতা বাড়ানো জরুরী বলে মনে করেন বক্তারা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া এডিপির কৃষি কর্মকর্তা সৈয়দ সাগির আহমেদ, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি ফরহাদ শাহী, বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন পল্লব, রিপোর্টার তোফাজ্জল হোসেন, ফটো সাংবাদিক আসাফ-উদ-দৌলা ডিউক, বজলুর রশিদ সুইট, সাবু ইসলাম, অর্থনৈতিক প্রকল্পের মনিটর হান্নান, সুমন সিং সহ অনেকে।

সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তাবৃন্দ, বগুড়ার নেতৃস্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ প্রায় ৪০ জন অংশগ্রহন করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন