পরিবেশগত সৌন্দর্য্য বৃদ্ধিতে ইউএনও’র বৃক্ষরোপন

  23-08-2017 06:33PM

পিএনএস, তানোর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর তানোর উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র বলতে উপজেলার শিবনদী।আর এই শিবনদীর উপর নির্মিত সেতুর ১কিলোমিটার সংযোগ সড়কের দু’পাশে পরিবেশগত সৌন্দর্য্য বৃদ্ধির লক্ষ্যে নিজ উদ্যোগে বিভিন্ন ফলজ, বনজ ও তালগাছের চারা রোপন করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মুহা: শওকাত আলী।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় সাথে ছিলেন, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক প্রাপ্ত আদর্শ কৃষক নূর মোহাম্মদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার শামীম আহমেদ, তানোর চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার সরকার, গবেষক অমৃত কুমার সরকারসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।


পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন