পাইকগাছায় ইউনিয়ন ট্যাক্স আদায়ে জনগণের ব্যাপক সাড়া

  23-08-2017 09:22PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ইউনিয়ন ট্যাক্স আদায়ে জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। হোল্ডিং ট্যাক্স আদায়ে সক্ষমতা অর্জনে ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বরের স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনের আদর্শ কর তপশীল অনুযায়ী ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যরা ইতোমধ্যে ইউনিয়নে জনসচেতনা বৃদ্ধির জন্যে প্রচার প্রচারণা অংশ অনুযায়ী সভা ও উঠান বৈঠক করে জনগণকে উদ্বুদ্ধ করছেন।

এর অংশ অনুযায়ী বুধবার সকালে ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমানের সভাপতিত্বে ও ইউপি সচিব আব্বাস উদ্দীনের পরিচালনায় উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন, জগন্নাথ দেবনাথ, ইউপি সদস্য মোছাঃ রোজিনা বেগম, আজিজুর রহমান, মোঃ আবু হাসান, মনিরা বেগম, গাজী এম,এ সাত্তার, মোঃ শহিদুল ইসলাম, কাজী রবিউল ইসলাম, খন্দকার সুফিয়া বেগম, মোঃ জবেদ আলী গাজী, আব্দুল হাকিম গাজী প্রমুখ।

সভা সূত্রে জানা গেছে, ইউনিয়নের ২০টি মৌজার ১৪ হাজার ৭০ বর্গকিলোমিটার আয়তনের ইউনিয়নে ২৬ হাজার ৬৯৩ জনসংখ্যার মধ্যে হোল্ডিং ট্যাক্সের আওতায় রয়েছে ৭ হাজার পরিবার। ইউপি সচিব আব্বাস উদ্দীন জানিয়েছেন, ২০১৭-১৮ অর্থ বছরের ট্যাক্স আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আড়াই লাখ টাকা এবং ইতোমধ্যে সুফল দেখা দিয়েছে। ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান সরকারের লক্ষ্য, উদ্দেশ্য বাস্তবায়নে ইউনিয়নবাসীর প্রতি কর প্রদানে আহবান জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন