মোরেলগঞ্জে দুদক-এর উদ্যোগে সততা স্টোরের উদ্বোধন

  23-08-2017 09:26PM

পিএনএস, মোরেলগঞ্জ প্রতিনিধি : তরুণ প্রজন্মের মাঝে নৈতিকতা, সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষে দুর্নীতি দমন কমিশন দুদক-এর উদ্যোগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’-এর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্রেতা বিহীন দোকান ‘সততা স্টোর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা-এর উপপরিচালক মোহা. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আ. হান্নান, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা-এর উপসহকারী পরিচালক মো. ফয়সাল কাদের।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি ডা. মো. আবদুল খালেক তালুকদারের সভাপতিত্বে ও দুপ্রক-এর সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ রফিকুল ইসলাম মাসুম ও বিদ্যালয়ের শিক্ষক ভারত চন্দ্র সরকারের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম।

বক্তব্য রাখেন দুপ্রক-এর সহসভাপতি লতিফিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. রুহুল আমীন খান, এস এম কলেজের অধ্যাপক মো. জাকির হোসেন রিয়াজ, শিক্ষার্থীদের মধ্যে মধ্যে তৌফিকা করিম অর্পি, রেজোয়ানা ইসলাম বন্যা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুপ্রক-এর সহসভাপতি রওশন-আরা ডিগ্রি মহিলা কলেজের অধ্যাপক এবিএম মনিরুজ্জামান লাভলু, দুপ্রক-এর সদস্য যথাক্রমে সমাজ সেবক মো. ফারুক শরীফ, কে.কে পোলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিপিকা রানী মিস্ত্রি, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু তপন কুমার মিস্ত্রি। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে মিসেস মমতাজ বেগম, শিক্ষক মো. আ. কাদের, মো. মাস ম বিল্লাহ প্রমূখ।

আলোচনা সভার পূর্বে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে বিদ্যালয়ের নির্ধারীত কক্ষে স্থাপিত ‘সততা স্টোর’ নামক বিক্রেতা বিহীন দোকান-এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন