ডিমলায় কাতার প্রবাসির ত্রান বিতরন

  23-08-2017 10:08PM

পিএনএস, ডিমলা নীলফামারী প্রতিনিধি : কাতার প্রবাসি আলহাজ্ব শাহাজাহান আলী, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার ভূলতা গাওসিয়া গ্রামের পিতা মৃতঃ আতিকুর রহমান এর পুত্র। তিনি বাংলাদেশ গনমাধ্যম কর্মীদের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিক্তিতে ও টিভি চ্যানেলে প্রচারের মাধ্যমে বন্যার কবলে পড়ে নিজ দেশের মানুষের বেহাল অবস্থা দেখে, ত্রান বিতরনের উদ্দ্যোগ গ্রহন করেন।

উপরোক্ত কথা গুলো স্থানীয় সংবাদ দাতাকে জানালেন প্রবাসির ছোট ভাই মোঃ নাদিম ইসলাম। অপর দিকে নীলফামারী ডোমার উপজেলার এতিম খানা মাদ্রাসার পরিচালক মোঃ জিয়াউর রহমান এর সহযোগিতায় রবিবার দুপরে একই জেলার ডিমলা উপজেলা টেপা খড়িবাড়ি ও গয়াবাড়ি ইউনিয়ানের প্রায় ৫ শত বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মতির বাজার দারুন কোরআন সিদ্দিকীয়া আকবর (রাঃ) মাদ্রাসার মাঠে চাল ,ডাল, রসুন, পিয়াজ, আলু, চিড়া, গুড় ,ঔষধ ও কাপড় সহ খাদ্য সামগ্রী (ত্রান) বিতরণ করা হয়েছে। ত্রান বিতরণ কালে কাতার প্রবাসীর পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ শাকিল গাজি, মোঃ ইউসুফ, মোঃ জুনায়েদ , মোঃ নাদিম ইসলাম এবং এলাকার গন্যমান্য ব্যাক্তি বগর্ ও সমাজ সেবকগন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন