ফেনীতে ভুল চিকিৎসায় মা-নবজাতকের মৃত্যুর অভিযোগ

  24-08-2017 12:35PM


পিএনএস, ফেনী: ফেনীতে ভুল চিকিৎসায় মুক্তা আক্তার নামে এক মা ও তার নবজাতকের মৃত্যুর অভিযোগ তুলেছেন তার স্বজনরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের মিশন হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত মুক্তা আক্তার জেলার ফুলগাজী উপজেলার বসিকপুর গ্রামের হারুন অর রশীদের স্ত্রী।

মৃতের স্বজন আবুল হোসেন জানান, রাত দেড়টার দিকে রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। তাৎক্ষণিক কোনো চিকিৎসক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ নার্স ও আয়াদের মাধ্যমে চিকিৎসা চালায়। তাদের ভুল চিকিৎসায় ভোর চারটার দিকে রোগীর মৃত্যু হয়। পরে তাকে সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

সদর হাসপাতালে আরএমও অসীম কুমার জানান, মুক্তা আকতারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত করা হবে।

মিশন হাসপাতালের নির্বাহী পরিচালক মো. শাহাবুদ্দিন জানান, মুক্তা আকতারের চিকিৎসায় অবহেলা হয়নি। তিনি মৃত বাচ্চা প্রসব করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুল চিকিৎসায় নবজাতকসহ মায়ের মৃত্যুর অভিযোগে মৃতের স্বজনরা হাসপাতালে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ফেনী সদর থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, বিক্ষুব্ধ লোকজনদের হটিয়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন