শেরপুরে বন্যাদুর্গতদের জন্য বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প

  15-09-2017 04:57PM

পিএনএস, শেরপুর : শেরপুরে বন্যাদুর্গতদের চিকিৎসা সেবা দিতে জেলা বিএনপির পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

জেলার প্রত্যন্ত চরাঞ্চলের বন্যাদুর্গত এলাকায় বন্যা পরবর্তী চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে আজ শুক্রবার দিনব্যাপী সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের খোলা মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী জানান, সদর উপজেলার চরাঞ্চলের বন্যা দুর্গত ৪টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকার চিকিৎসা সেবা থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষকে বিনামূল্যে মেডিসিন, নাক-কান-গলা, গাইনি, শিশু ও হাড় বিশেষজ্ঞসহ অন্তত ২০ জন চিকিৎসকের সমন্বয়ে ব্যবস্থাপত্র ও ওষুধ বিতরণ করা হচ্ছে।

এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জাপা সভাপতি ইলিয়াস উদ্দিন, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী, এমদাদ হোসেন মাস্টার, আতাহারুল ইসলাম আতাসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন