মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে পার্বতীপুরে বিক্ষোভ মিছিল

  15-09-2017 07:51PM

পিএনএস, পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যা বন্ধের দাবীতে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বের শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে তৌহিদী জনতা পার্বতীপুর’র আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে দল মত নির্বিশেষে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে আগত সহ্রাধিক মুসল্লীরা “না রায়ে তাকবীর আল্লাহু আকবার, সুচির চামড়া তুলে নিবো আমরা, সুচির দুই গালে জুতা মারো তালে তালে" স্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেত হয়। পরে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে রেলওয়ে ষ্টেশনের পার্ক বাজারে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, তৌহিদী জনতা পার্বতীপুর'র আহবায়ক বড় মসজিদের পেশ ইমাম হুমায়ুন কবির, সাধার সম্পাদক নামাপাড়া মসজিদের ইমাম হুসাইনি সাহেব, অথসচিব বাপ্পিসহ মুন্না, প্রচার সম্পাদক নাদমি মাহমুদ, রশিদ, তৌহিদ, বিপুল মোল্লাসহ আরো অনেকে। এর আগে রোহিঙ্গা মুসলিমদের জন্য ত্রান সংগ্রহের লক্ষে ইমামগণকে প্রধান করে প্রত্যেক মসজিদে একটি করে কমিটি গঠন করা হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন