খুলনায় পাচারকালে ৩৭ লাখ টাকা দামের তক্ষক উদ্ধার

  16-09-2017 01:00PM

পিএনএস, খুলনা: খুলনার দাকোপ উপজেলায় পাচারকালে একটি তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড। তক্ষকটির বর্তমান বাজার মূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ।

১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাটাখালী খেয়া ঘাট সংলগ্ন এলাকা থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। সে সময় পাচারকারী সন্দেহে দুই জনকে আটকও করেছে কোস্টগার্ড।

আটককৃতরা হলেন- উপজেলার লাউডোব এলাকার জিল্লুর সানা (২৮) ও চয়ন ঘোষাল (২১)।

কোস্টগার্ড কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার পশুর নদীর কাটাখালী খেয়াঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। সে সময় পাচারকালে একটি তক্ষকসহ দুই জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া তক্ষকটির বর্তমান বাজার মূল্য প্রায় ৩৭ লাখ ৫০ হাজার টাকা। তক্ষকসহ আটককৃতদের বৃহস্পতিবার দুপুরে বন বিভাগের ঢাংমারী ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন