পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় আহত ৪

  16-09-2017 05:42PM

পিএনএস, পাইকগাছা : খুলনার পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-পুরুষ সহ ৪জন আহত হয়েছে। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে দু’জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার মাগুরা দেলুটি গ্রামের রহমত শেখের ছেলে মুজিবর শেখ গংদের সাথে একই এলাকার স্বপন অভিজিৎ গংদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জের ধরে ঘটনার দিন গত শুক্রবার বিকাল ৫টার দিকে প্রতিপক্ষ স্বপন গংদের লোকজন মুজিবর গংদের ভোগ দখলে থাকা চিংড়ি ঘেরের জমিতে জোরপূর্বক ধান রোপন করার চেষ্টা করে।

এ সময় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষদের লোকজন তাদের উপর হামলা করে। এতে মুজিবর শেখ (৬০), ছেলে লিটু (২৫), মোসলেম গাজীর ছেলে আল-আমিন (২৫), জনাব আলী শেখের স্ত্রী জাহানারা বেগম (৪৫) আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে এদের মধ্যে মুজিবর ও তার ছেলে লিটুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শনিবার সকালে তাদেরকে খুলনায় প্রেরণ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন