বেনাপোল স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ-সড়কে দীর্ঘ ট্রাকের জট

  17-09-2017 03:44PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : হিন্দু ধর্মালম্বীদের বিশ্বকর্ম পূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায়-রবিবার সকাল থেকে বেনাপোল পেট্টাপোল স্থল বন্দর দিয়ে আমদানি রফতানি বানিজ্যে বন্ধ রয়েছে। কোন পন্যবাহি ট্রাক দু দেশের বন্দরে প্রবেশ করতে না পারায় দুপার বন্দর সড়কে আটকা পড়েছে কয়েকশক পন্যবাহি ট্রাক। তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক। সকাল থেকে দুপুর পর্যন্ত ২৮শ যাত্রী গমানাগমন করেছে বলে জানান ইমিগ্রেশন চেকপোষ্ট ওসি ওমর শরীফ।

বেনাপোল কাষ্টম রাজস্ব কর্মকর্তা গোলাম মৌলাজ জানান,ভারতে বিশ্ব কর্মপূজার বন্ধে কোন পন্য আমদানি রফতানি হয়নি। তবে এপার বন্দরে পন্য লোড-আনলোডিংয়ের কাজ চলছে বলে জানান তিনি।

ভারতের সিএন্ডএফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক কাত্তিক চক্রবর্তী জানায় পূজার বন্ধে সব ধরনের পন্য পরিবহন বন্ধ রয়েছে। সোমবার থেকে চলবে আমদানি রফতানি বানিজ্য।

বেনাপোল পাঠবাড়ী আশ্রম কমিটির যুগ্ন সম্পাদক সুকুমার দেবনাথ বলেন সব পূজায় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে সাড়ম্বরে পালিত হয়। তবে বিশ্বকর্ম পূজা যেসব হিন্দু ধর্মালম্বিরা স্বর্নকার,কামার কুমার লেদসহ বিভিন্ন শিল্পের কাজ করেন তারা এ পূজাটাকে যথাযোগ্য মর্যাদায় পালন করেন। ভারতের বিভিন্ন রাষ্টে উৎসব আনুষ্টানিকতার মধ্য দিয়ে পালিত হয়। বাংলাদেশেও পালিত হয় বিশ্ব কর্মপূজা। তবে ভারতে সরকারিভাবে ছুটি থাকলেও বাংলাদেশে সরকারি ছুটি না থাকায় বিক্ষদ্ধ হন অনেকে। সরকারের সংশ্লিষ্ট দফতরের সহযোগিতা কামনা করেন তারা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন