দুমকি পাঙ্গাশিয়ার হাজীর হাট সড়কের বেহাল দশা

  20-09-2017 11:12AM


পিএনএস, পটুয়াখালী: দুমকি উপজেলার পাংগাশিয়ায় ১৫ বছরেও সংস্কার হয়নি হাজীর হাট টু ইউনিভার্সিটি স্কায়ার সড়ক। হাজীর হাট থেকে ইউনিভার্সিটি স্কয়ার পর্যন্ত ১০ কিঃ মিঃ রাস্তার এখন বেহাল দশা।

রাস্তাটি দিয়ে পাংগাশিয়ার ১৫থেকে ১৭ হাজার লোকের যাতায়াত থাকলেও রাস্তাটি সংস্কারের অভাবে জনসাধারন ভোগান্তির শিকার হচ্ছে । রাস্তার দু পাশে রয়েছে বাঁশবুনিয়া মেহেরুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পাংগাশিয়া নলদোয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয় , আঃ সালাম দাখিল মাদ্রাসা , হাজীর হাট বাজার সহ কয়েকটি নুরানী মাদ্রাসা রয়েছে ।

৭ গ্রামের ত্রকমাত্র যোগাযোগের মাধ্যেম এই সড়ক। রাস্তার বেহাল দশার কারনে স্কুল কলেজগামী শিক্ষার্থীরা সঠিকভাবে ক্লাশেযেতে পারছেনা । হুন্ডা , অটোবাইক অটোরিক্স্রাসহ ভারীকোন যানবাহন চলাচল করতে না পারায় ভোগান্তির শিকার হচ্ছে জনসাধারন । এই সড়কটি দ্রূত সংস্কারের দাবী জানান এলাকাবাসী।

পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সিকদার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান সিকদার বলেন: রাস্তার বিষয় উর্ধতন কর্তৃপক্ষের কাছে পত্রপ্রেরন করলেও ত্রখন পর্যন্ত সমস্যা সমাধান হয়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন