পাটগ্রামে সন্ত্রাস, জঙ্গী, মাদক বিরোধী গণসচেতনতা মুলক অনুষ্ঠান

  20-09-2017 05:21PM

পিএনএস, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় সন্ত্রাস, জঙ্গী, মাদক ও চোরাচালান বিরোধী গণ সচেতনতা মুলক অনুষ্ঠান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

মঙ্গলবার দিনব্যাপী বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র নানা ধরণের অনুষ্ঠান অনুষ্টিত হয়।সচেতনতা মুলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৭বর্ডার গার্ড ব্যাট্যালিয়ামের রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল আবুল কালাম আজাদ।

এসময় আরও বক্তব্য রাখেন, ৭বর্ডার গার্ড ব্যাট্যালিয়ামের অধিনায়ক মাহফুজ উল বারী, পাটগ্রাম পৌর মেয়র শমসের উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূও কুতুবুল আলম, বাউরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম বসুনীয়া, বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান প্রমুখ।

এরপর বিজিবি’র আয়োজনে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়। এরআগে দপুর ১২টার দিকে নবীনগর বিজিবি ক্যাম্প ও কুচলী বাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যদের নিয়ে এক প্রতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন