কাহারোলে নবাগত ইউ,এন,ও’র সঙ্গে ইউ,ডি,সি’র উদ্যোক্তাদের মতবিনিময়

  20-09-2017 06:32PM

পিএনএস, কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : কাহারোলে নবাগত ইউ,এন,ও’র সাথে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তাদের এক মতবিনিময় অনুষ্ঠিত।দিনাজপুরের কাহারোল উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সাথে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তাদের সঙ্গে ২০ সেপ্টেম্বর’১৭ সকাল ১১ টার সময় নির্বাহী অফিসারের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান এ,কে,এম ফারুক, সুন্দরপুর ইউপি চেয়ারম্যা মোঃ শরিফ উদ্দীন মাষ্টার, রসুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়, তাড়গাঁও ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, রামচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবুল, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তাদের মধ্যে মুকুন্দপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্দ্যোক্তা সুমন মিয়া, লক্ষী রানী রায়, মোঃ মিজানুর রহমান বাবু, নূয়েদ-ই-কিবরিয়া, জয়ন্তী রায়, অনিমেষ রায়, তুষার ইসলাম, মোঃ হারুন-অর-রশীদ প্রমুখ।

মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ উদ্দ্যোক্তাদের উদ্দেশ্য বলেন, সরকার জনগণের সেবা দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করেছেন এবং সকলে মিলে মিশে কাজ করার আহবান জানান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন