লক্ষ্মীপুরে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

  20-09-2017 07:04PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : পরিবার পরিকল্পনা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের গতিশীলতা আনয়নের লক্ষ্যে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে কর্মশালা আজ বুধবার দিনব্যাপি লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ নুরুল আলম। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: আশফাকুর রহমান মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অধিদপ্তরের পরিচালক (অর্থ) প্রণব কুমার নিয়োগী, স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের (উপসচিব) মো: মিজানুর রহমান, লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, প্রোগ্রাম ম্যানেজার শামছুল করিম, ডেপুটি ম্যানেজার মো: রোকন উদ্দিন।

বক্তব্য রাখেন, ডা: নিজাম উদ্দিন, ডা: আক্তার হোসেন, কামাল হোসেন, বাপসা নিরাপদ প্রকল্প-২ প্রজেক্ট কো অডিনের্টর জোবেদা বেগম প্রমুখ। কর্মশালায় মা ও শিশু স্বাস্থ্য, নিরাপদ ভেলিভারী, পরিবার পরিকল্পনা প্রদ্ধতি, বাল্য বিবাহ রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় বক্তারা সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমের গতিশীলতা আনয়নের লক্ষ্যে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের একযোগে কাজ করার আহবান জানানো হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন