লক্ষ্মীপুরে বর্তমান সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক মহিলা সমাবেশ

  21-09-2017 03:57PM

পিএনএস, লক্ষ্মীপুর প্রতিনিধি : বর্তমান সরকারের সাফল্য অর্জন, প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ সমূহ, ব্র্যান্ডিং ভিশন ২০২১, টেকসই উন্নয়নের লক্ষ্য সমূহ (এসডিজি), সন্ত্রাস এবং জঙ্গীবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মহিলা সমাবেশ বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিসার মোঃ আবদুল্লাহ আল মামুন’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাহবুব এলাহি সানি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর হোসেন ভুলু, হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ভূঁইয়া, বিদ্যালয়ে প্রাক্তণ ছাত্র ও ডেইলি অবজারভার পত্রিকার লক্ষ্মীপুর প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম খান, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি সেলিম রেজা, হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিদ্দিক আলম, নারায়ন চন্দ্র দেবনাথ,এবিএম সেলিম রেজা প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, মহিলা অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বর্তমান সরকারের সাফল্য অর্জন করেছে। দেশের ব্যাপক উন্নয়ন হচ্ছে, এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সমাজ ও দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, মাদক প্রতিরোধ ও মান সম্মত শিক্ষা অর্জনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের বিভিন্ন পেশার মানুষের এগিয়ে আসার আহবান জানানো হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন