রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে শিক্ষার্থীদের বিক্ষোভ

  21-09-2017 10:38PM

পিএনএস, ময়মনসিংহ প্রতিনিধি : রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে ময়মনসিংহ পলিটেকনিক ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মাসকান্দা পলিটেকনিক এলাকায় এ মানব বন্ধন কর্মসূচী পালন করে শিক্ষার্থীরা। সাধারন শিক্ষার্থীদের ব্যানারে এসময় বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানব বন্ধনে বক্তারা রোহিঙ্গাদের উপর অবিলম্বে নির্যাতন বন্ধের দাবি জানিয়ে অং সাং সূচী'র নোবেল পুরষ্কার ফিরিয়ে নেয়ার আহ্বান জানান। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন- আমাদের কতর্ব রোহিঙ্গাদের পাশে দাড়ানো।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন, পলিটেকনিক ছাত্রনেতা হামিদুর রহমান আকাশ, সুমন আহমেদ, রুহুল আমীন, মৃদুল, সারোয়ার প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন