সুন্দরগঞ্জে একযোগে ১৮ হাজার ৫০০ তালগাছের চারা ও বীজ রোপণ

  22-09-2017 03:33PM

পিএনএস, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : দেশ জুড়ে বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মানুষকে রক্ষা করার জন্য গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০ সেপ্টেম্বর গত বুধবার সকার ১০টায় উপজেলার মহাসড়ক,সড়ক,গ্রামীণ রাস্তার পাশে এবং সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের উন্মুক্ত স্থানে একযোগে ১৮ হাজার ৫০০ তালগাছের চারা ও বীজ রোপন করা হয়েছে।

একই সময় উপজেলার পৌরসভা ও ১৫ টি ইউনিয়ন পর্যায়ে এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে। সুন্দরগঞ্জ পৌরসভা এলাকায় ২ হাজার এবং প্রতিটি ১ হাজার ১০০টি করে তালগাছের চারা বা বীজ রোপন করা হয়। সারাদেশে অথিক সংখ্যক তাল গাছ রোপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন বাস্তবায়নে গাইবান্ধা জেলা প্রশাসনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে উপজেলায় এসব তালগাছের চারা রোপন করা হলো।

সকাল ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া। উপজেলা প্রশাসনের উদ্যোগে তালগাছের চারা ও বীজ রোপন কর্যক্রম সফল করতে ও তাল গাছগুলো রক্ষণাবেক্ষনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন