সুনামগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২

  22-09-2017 03:56PM

পিএনএস, সুনামগঞ্জ:সুনামগঞ্জ জেলার তাজপুরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ২০ জন গুরুতর আহত হয়েছে।

সুনামগঞ্জ-সিলেট সড়কের সদর উপজেলার তাজপুর নামক স্থানে শুক্রবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা দুইজন বাসের চাপায় নিহত হন।

নিহতরা হলেন- দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের বদরপুর গ্রামের আমেনা বেগম এবং সদর উপজেলার তাজপুর গ্রামের আব্দুর রহমান এর ছেলে বদরুল আলম।

সুনামগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একজন নারী বাসের ধাক্কায় নিহত হন এবং একটি শিশু বাসের চাপায় খাদে পড়ে যায় পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে তাকে মৃত উদ্ধার করে। বাসে থাকা সকল যাত্রীকে উদ্ধার করা হয়েছে এবং এতে ২০ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোলায়মান আহমদ এর নেতৃত্বে একটি দল এ উদ্ধার কাজ পরিচালনা করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন