পাইকগাছায় রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধন

  23-09-2017 06:27PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : মিয়ানমার রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের হত্যা-নিধন, মানসিক নির্যাতন, ধর্ষণ ও সর্বপরি দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে খুলনার পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির ডাকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদের সম্মুখে মেইন সড়কে দীর্ঘ লাইনে ঘন্টা ব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ যোগদান করেন। সংগঠনের উপজেলা কমিটির সভাপতি আঃ মজিদ গাজীর সভাপতিত্বে ও সম্পাদক আঃ লতিফের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত কুমার মন্ডল।

বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, জেলা প্রচার লীগের আহবায়ক শেখ আকবর আলী, অ্যাড. সমরেশ মন্ডল, অ্যাড. উইলিয়াম সরকার, মোকারুল উল আজাদ, এমএ লতিফ, রবিন মন্ডল, নূরল ইসলাম, আফজাল হোসেন, মৃনাল গাইন ও প্রশান্ত মন্ডল প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন