পাচারের স্বিকার যশোরের শার্শায় নারীদের- ছাগল ও সেলাই মেশিন দিল রুপান্তর

  23-09-2017 08:30PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় আইএমও এবং ও আইএম’র অর্থায়নে ও রুপান্তরের ব্যাবস্থাপনায় কো অডিনেশন মিটিং অনুষ্টিত হয়েছে। উপজেলা অডিটরিয়ামে শনিবার দুুপরে অনুষ্টিত মিটিংয়ে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে করনীয় ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন। পরে নির্যাতিত ও পাচারের শিকার নারীদের মধ্যে ছাগল সেলাই বস্ত্র ও দর্জি ম্যাশিন বিতরন করা হয়। রুপান্তরের সহযোগিতাই শার্শা উপজেলায় ৮টি ইউনিয়নের ৩শ নারীকে প্রশিক্ষন,আয়বর্ধক কর্মসহ বিভিন্ন প্রকার ট্রেনিংয়ের আওতায় এনে সমাজ সংসারে প্রতিষ্টা ও স্ববলম্বি করে গড়ে তুলতে কাজ করছে তারা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন,আইএমও প্রতিনিধি শেখ জাহাঙ্গীর হোসেন,রুপান্তর খুলনার পরিচালক মিজানুর রহমান পান্না,ডা,অশোক কুমার শাহ,মহিলা কর্মকর্তা রাজকুমার পাল,প্রানী সম্পদ কর্মকর্তা জয়দেবন কুমার সিংহ, চেয়ারম্যান আয়নাল হক,সালাউদ্দিন শান্তি, কিবরিয়া ও মফিজুর রহমান প্রমুখ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন