বাউফলে ঘেরে বিষ প্রয়োগ, লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি

  24-09-2017 03:43PM

পিএনএস, জেল প্রতিনিধি((পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে ঘেরে বিষ প্রয়োগ করে সিলভা,রুই, কাতলার প্রায় লক্ষাধিক টাকার রেনু পোনার ক্ষয় ক্ষতি করেছে দূর্বৃত্তরা।

গত বৃহঃস্পতিবার (২২সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার নাজিরপুর ইউপি'র রামনর তাতেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটেছে।

মাছ চাষী খলিল জানান: স্থানীয় জাকির মৃধার কাছ থেকে এই পুকর এক বছর লিজ নিয়ে বিভিন্ন প্রজাতির মাছের রেনু পোনার চাষ করি, ঘটনার পরদিন শনিবার সকালে মাছের খাবার দিতে গিয়ে দেখি পুকুরের মাছ ভেসে উঠছে, তবে কে বা কাহার করেছে তা আমরা জানিনা, তিনি আরো জানান, গত দুই মাস পূর্বে এই পুকুর থেকে কয়েকশ গজ পূর্বপার্শ্বে ছদু হাং এর বাড়ীতে আমার লিজ নেয়া পুকুরেও বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় দুই লক্ষ টাকার মাছের রেনু পোনার ক্ষয় ক্ষতি করা হয়েছে।

কারো সাথে কোন শত্রুতা আছে কিনা এমন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমার কারো সাথে শত্রুতা নাই, তবে দীর্ঘ দিন যাবৎ আমি মাছের রেনু পোনার চাষ ও ব্যাবসা করে আসছি কোন দিনই এ রকম ঘটনা ঘটে নাই, কিন্তু যখন থেকে স্থানীয় মনু চৌকিদার বাড়ীর মসজিদের পার্শ্বের তাদের পারিবারিক বিরোধ পূর্ন একটি পুকুর লিজ নেই তখন থেকেই আমার বিভিন্ন পুকুরে বিষ প্রয়োগ করা হয়, আমি সাধারন মানুষ তাই এর কোন সুষ্ট তদন্ত ও বিচার আজও পাই নাই।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন