বীরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি দেয়ায় চেয়ারম্যান সমিতির তীব্র প্রতিবাদ

  24-09-2017 05:11PM

পিএনএস, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জের ইউপি চেয়ারম্যানকে উপজেলা চেয়ারম্যান কর্তৃক হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে ইউপি চেয়ারম্যান সমিতির এক সভায় তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও মরিচা ইউপি চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলালের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গত শনিবার দুপুরে উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক সাতোর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব প্রভাষক মোঃ রেজাউল করিম শেখ ।

সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ জুয়েলুর রহমান (পলাশবাড়ী), ডাঃ কেএম কুতুব উদ্দিন (শতগ্রাম), মোঃ তছলিমুল ইসলাম (পাল্টাপুর), এমএ খালেক সরকার (নিজপাড়া), আলহাজ্ব মোঃ বদিউজ্জামান পান্না (ভোগনগর), মোঃ মজিদুল ইসলাম (মোহনপুর) ও ইউপি চেয়ারম্যান সমিতির ৩জন সদস্য যথাক্রমে শ্রীঃ জনক চন্দ্র অধিকারী (শিবরামপুর), শ্রীঃ মহেশ চন্দ্র রায় (সুজালপুর) ও শ্রীঃ গোপাল চন্দ্র দেব শর্ম্মা (মোহম্মদপুর ইউপি) মোবাইল ফোনে সভার সিদ্ধান্তে একমত পোষন করেছেন।

সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম কতৃর্ক গত ১০/০৯/২০১৭ইং-রাতে উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলালের, পরিবারের সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ কথা বলেন, এর-প্রতিবাদ করলে অশ্লীল ভাষায় ইউপি চেয়ারম্যান হেলালকে গালিগালাজ ও প্রাননাশের হুমকি প্রদর্শন করেন।

উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভায় চেয়ারম্যানগন অভিযোগ করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম বিধি বর্হিভুত ভাবে জোর পূর্বক সরকারী বরাদ্দ কেটে নিয়ে বরাদ্দ প্রদান করেন। প্রতিবাদ করলে উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম গভীর রাতে ইউপি চেয়ারম্যানদের গালিগালাজ করেন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান সমিতির সদস্যগন তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি ও মরিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল জানান, উল্লেখিত বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন