ডিমলায় তিনদিন ব্যাপী খাদ্য ভিক্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

  24-09-2017 08:26PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার ডিমলা উপজেলায় উপজেলা অডিটরিয়াম হল রুমে ২৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর দিন ব্যাপী খাদ্য ভিক্তিক ৬০ শিক্ষার্থীদের মাঝে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প বাংলাদেশ ফলিত পুষ্টি ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর বাস্তবায়নে ডিমলা উপজেলা কৃষি উধিদপ্তরের সহযোগিতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ অনুষ্ঠানের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টি কনসান্টেন্স বারটান ঢাকা মোঃ মাহফুজার রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা বারটান ঢাকা মোঃ মোজাম্মেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুমায়ন কবীর, মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, কৃষিবিদ তপন কুমার রায়।

প্রশিক্ষণে অংশ গ্রহন করেন উপসহকারী কৃষি কর্মকর্তা স্কুল শিক্ষক, ইমাম, কৃষক ও এনজিও কর্মীগণ।অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহন কারীদের মাঝে আলোচকগণ খাদ্য, পুষ্টি, স্বাস্থ্য ও পুষ্টি উপাদান খাদ্যের পুষ্টির পরিমান রন্ধন পদ্ধতি ও সুষম খাদ্য অপুষ্টিজনিত রোগ, বনজ ও ভেষজ, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য, খাদ্য সংরক্ষণ বিষয়ে বিষদ ধারনা প্রদান করান।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন