গাইবান্ধায় ৫শ’ ৭৬টি মন্দির মন্ডপে দুর্গা পুজা

  25-09-2017 10:36PM

পিএনএস, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় এ বার সাতটি উপজেলা ও ৩টি পৌরসভায় ৫শ’ ৭৬টি মন্দির ও পুজা মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে।

এরমধ্যে সাঘাটায় ৬০টি, সাদুল্যাপুরে ১শ’, ফুলছড়িতে ১৫, গোবিন্দগঞ্জে ১১৭টি, সুন্দরগঞ্জে ১২৯, পলাশবাড়িতে ৬৪ ও সদর উপজেলায় ৯১টি। সকল পুজা মন্ডপ ও মন্দিরে পুজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ১৪ থেকে ১৬ সদস্যের একটি তৎপর প্রস্তুতি কমিটি সার্বিক ব্যবস্থাপনায় পরিচিতি পর্ব কর্মরত থাকবে। এছাড়া প্রয়োজন অনুসারে ৪ জন থেকে ২ জন করে পুলিশ এবং ৮ জন থেকে ৪ জন পর্যন্ত পুরুষ ও মহিলা আনসার পুজা মন্ডপ ও মন্দিরগুলোতে সার্বক্ষনিক আইন শৃংখলা রক্ষায় দায়িত্ব পালন করবে।

তদুপরি নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে র্যাব এবং পুলিশের আলাদা ভ্রাম্যমান টিম টহল অব্যাহত রাখবে বলে জেলা প্রশাসন ও পুলিশ সুত্রে জানা গেছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন