নন্দীগ্রাম উপজেলাকে মাদকমুক্ত করাই প্রধান লক্ষ্য : ওসি রাজ্জাক

  25-09-2017 11:52PM

পিএনএস, বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে মাদকের বিরুদ্ধে মরিয়া হয়ে উঠেছে থানা পুলিশ। মাদক ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান।

রোববার দিবাগত রাতে নন্দীগ্রাম পৌর শহরের হিন্দুপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় থানা পুলিশ। অভিযানে ১ গ্রাম হিরোইন সহ একধিক মাদক মামলার আসামি ও আলোচিত মাদক সম্রাট প্লাবন কুমারকে (২৮) হাতেনাতে গ্রেফতার করে। সে হিন্দুপাড়ার গিরেন চন্দ্রের ছেলে।

থানার পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুর রাজ্জাক বলেন- মাদক ব্যবসায়ী যেই হোক, তাদের আইনের আওতায় আনা হবে। নন্দীগ্রাম উপজেলাকে মাদকমুক্ত করাই আমার প্রধান লক্ষ্য।

এদিকে, জেলার দুপচাঁচিয়া থানা পুলিশ রোববার রাতে মাদক বিরোধী অভিযানে ৫ বোতল ফেনসিডিল সহ রুবেল প্রামাণিক (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। রুবেল উপজেলার ছোটধাপ গ্রামের ময়েজ আলীর ছেলে।

দুপচাঁচিয়া ওসি আবদুর রাজ্জাক বলেন, ৫ বোতল ফেনসিডিল সহ রুবেলকে ঘটনার রাতে ওই এলাকায় অবস্থিত কোল্ড স্টোরেজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিশেষ মতা আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন