নন্দীগ্রামে প্রেমের টানে ঘর ছেড়েছে মাদ্রাসা ছাত্রী

  26-09-2017 12:03AM

পিএনএস, বগুড়া : বগুড়ার নন্দীগ্রামে প্রেমের টানে ঘর ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে অষ্টম শ্রেনির এক মাদ্রাসা ছাত্রী। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের আইলপুনিয়া গ্রামে এঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মাদ্রাসা ছাত্রীর পরিবারের অভিযোগ, সিংজানী মাদ্রাসার অষ্টম শ্রেনির ছাত্রী ও আইলপুনিয়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে সালমা খাতুন সকালে প্রাইভেট পড়ে বাড়ির ফেরার পথে সিংজানীর মোড় এলাকা থেকে পথরোধ করে তাকে অপহরন করা হয়েছে।

তবে এঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুর রাজ্জাক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার কাহালু উপজেলার পাইকর ইউনিয়নের বনগনাই গ্রামের আব্দুল জলিলের ছেলে স্বাধীন আহমেদ (২০) প্রায় এক বছর ধরে আইলপুনিয়া গ্রামের বেবি বেগমের বেকারি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করে। সে ওই ফ্যাক্টরি মালিকের বাড়িতেই থাকতো।

সেই সুবাদে আইলপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুস সামাদের মেয়ে মাদ্রাসা ছাত্রী সালমা খাতুনের সাথে বেকারি শ্রমিক স্বাধীন আহমেদের প্রতিনিয়ত দেখাদেখির একপর্যায়ে প্রায় ছয়মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্ক পরিবারের লোকজন মেনে না নেয়ায় মাদ্রাসা ছাত্রী সালমা খাতুন প্রাইভেট পড়তে যাওয়ার ছলে প্রেমিক স্বাধীনের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মোফাজ্জল হোসেন মুঠোফোনে জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক অপহরন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

থানার পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুর রাজ্জাক জানান- এঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে


পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন