পাইকগাছায় ফসলের ক্ষেতে আলোকফাঁদ

  12-10-2017 08:48PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় পাইকগাছায় ফসলের ক্ষেতে আলোকফাঁদ জনপ্রিয় হয়ে উঠছে। গত বুধবার সন্ধ্যায় আইপিএম কৃষি ক্লাবের উদ্যোগে পৌরসভা ব্লকের সরল মৌজায় বিভিন্ন আমন ফসলের ক্ষেতে আলোকফাঁদ স্থাপন করা হয়।

এসময় উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে ক্ষতিকর ও উপকারী পোকা নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কৃষকদের পরামর্শ দেন। ক্ষতিকর পোকার মধ্যে মাজরা, পাতামোড়নো, সবুজ পাতা ফড়িং ও গান্ধি পোকা এবং উপকারী পোকার মধ্যে ড্যামসেল ফ্লাই ও বোলতা পোকা নির্ণয় করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু রায়, মিল্টন রায়, আইপিএম কৃষি ক্লাবের সভাপতি শ্যামাপদ মন্ডল, সাধারণ সম্পাদক অনুকূল ব্যানার্জী, কৃষক সুশান্ত কুমার মন্ডল, রামপদ মন্ডল, নির্মল সরদার ও লিপ্টন মন্ডল।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন