শেরপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

  12-10-2017 09:41PM

পিএনএস, শেরপুর (বগুড়া) সংবাদদাতা : নানা কর্মসূচির মধ্যদিয়ে বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ নিরোধ দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১২অক্টোবর) বেলা ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দবিবুর রহমানের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, উপজেলা নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল ডাবলু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, ব্র্যাকের মানবাধিকার কর্মকর্তা রমজান আলী, মমিনুল ইসলাম, কিশোর-কিশোরী ক্লাবের সমন্বয়কারী রোকসান খাতুন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বক্তারা বাল্যবিবাহ রোধে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহবান জানানো হয়।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন