চিরিরবন্দরে জীবন ও সম্পদ রক্ষার দাবী

  17-10-2017 07:09PM

পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর চিরিরবন্দরে ভুয়া ও অকার্যকরী দলিল তৈরী করে ব্যবসা প্রতিষ্ঠানসহ জমি দখলের পাঁয়তারা করছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগি পরিবার ।

গত ১৬ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন ভুক্তভুগি আলহাজ্ব মাইজার রহমান । সংবাদ সম্মেলনে আলহাজ্ব মাইজার রহমান জানায়,গত ১৯৯১ সাল থেকে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার কিসমত নশরতপুর মৌজার সিএস ১২৮৫ ও এসএ ১৫৯৮ নং খতিয়ানে ৩৪৩৮ নং দাগের মোট ৫.৫ শতক জমি ক্রয়সুত্রে ভোগদখল করে আসিতেছি।

একই এলাকার মজেতুল্লাহর ছেলে খতিবউদ্দিন ৩৪৩৮ দাগে ভুয়া অকার্যকরী দলিল তৈরী করে আমার দীর্ঘ দিন ধরে দখলে থাকা ব্যবসা প্রতিষ্ঠানসহ জমি জায়গা দখলের ষড়যন্ত্র করছে । উক্ত ভুয়া দলিল বাতিলের জন্য বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে ১৭৬/২০০৯ বাটোয়ারা মোকাদ্দমা করেছি যা চলমান ।

খতিবউদ্দীনের বিরুদ্ধে মোকাদ্দমা করায় সে এবং তার ছেলেরা আমার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে আছে । যে কোন সময় আমার পরিবারের বড় ধরনে ক্ষতি করতে পারে বলে আমরা আংশকা করছি। আমার ও আমার পরিবারের জান মাল নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করতেছি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল





চিরিরবন্দরে জীবন ও সম্পদ রক্ষার দাবী

পিএনএস, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর চিরিরবন্দরে ভুয়া ও অকার্যকরী দলিল তৈরী করে ব্যবসা প্রতিষ্ঠানসহ জমি দখলের পাঁয়তারা করছে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগি পরিবার ।

গত ১৬ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর প্রেস ক্লাবে এসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন ভুক্তভুগি আলহাজ্ব মাইজার রহমান । সংবাদ সম্মেলনে আলহাজ্ব মাইজার রহমান জানায়,গত ১৯৯১ সাল থেকে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার কিসমত নশরতপুর মৌজার সিএস ১২৮৫ ও এসএ ১৫৯৮ নং খতিয়ানে ৩৪৩৮ নং দাগের মোট ৫.৫ শতক জমি ক্রয়সুত্রে ভোগদখল করে আসিতেছি।

একই এলাকার মজেতুল্লাহর ছেলে খতিবউদ্দিন ৩৪৩৮ দাগে ভুয়া অকার্যকরী দলিল তৈরী করে আমার দীর্ঘ দিন ধরে দখলে থাকা ব্যবসা প্রতিষ্ঠানসহ জমি জায়গা দখলের ষড়যন্ত্র করছে । উক্ত ভুয়া দলিল বাতিলের জন্য বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে ১৭৬/২০০৯ বাটোয়ারা মোকাদ্দমা করেছি যা চলমান ।

খতিবউদ্দীনের বিরুদ্ধে মোকাদ্দমা করায় সে এবং তার ছেলেরা আমার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে আছে । যে কোন সময় আমার পরিবারের বড় ধরনে ক্ষতি করতে পারে বলে আমরা আংশকা করছি। আমার ও আমার পরিবারের জান মাল নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করতেছি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল





@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন