কচুয়ায় শতভাগ বিদ্যুতায়নের লক্ষে্ স্পট মিটারিং অব্যাহত

  17-10-2017 09:57PM

পিএনএস, আফাজ উদ্দিন মানিক(কচুয়া): শেখ হাসিনার উদ্যেগ ঘরে ঘরে বিদ্যুৎ, এ শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি ০১ এর কচুয়া জোনাল অফিসের আওতায় স্পট মিটারিংয়ের কাজ অব্যাহত রয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার কচুয়া উপজেলার ১১ নং গোহাট দঃ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্পট মিটারিং উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাবেক এলাকা পরিচালক মোঃ কবির চৌধুরীর সভাপতিত্বে এজিএম (ওএন্ডএম) মোঃ আব্দুল মতিনের পরিচালনায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন কচুয়া জোনাল অফিসের ডিজিএম মোঃ জাহাঙ্গীর আলম।তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়নের লক্ষে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।২০১৮ খ্রীঃ সেপ্টেম্বরের মধ্যে কচুয়াকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে।এ লক্ষে জনপ্রতিনিধিদের সহায়তায় চিরুনী অভিযানের মাধ্যমে এ কাজ শেষ করব ইনশাআল্লাহ।বিশেষ অতিথীর বক্তব্য রাখেন,গোহাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোঃ শাহরিয়ার শাহিন,ইউপি মেম্বার বীরমুক্তযোদ্ধা হাজী সফিকুর রহমান প্রমূখ।

এ ছাড়া পল্লীবিদ্যুৎ সমিতির সহকারী হিসাব রক্ষক মোঃ আনোয়ার হোসেন, এল টি সুমন দেবনাথ, ওয়্যারিং পরিদর্শক একেএম এনায়েত হোসেন ও সাইফুল ইসলাম সহ অন্যারা উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন