অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

  18-10-2017 11:16AM

পিএনএস, সিলেট: সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলি বাসস্ট্যান্ড সংলগ্ন তাজমহল হোটেল দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের জেরে আজ বুধবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে অনর্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট। সিলেটে পরিবহন মালিক ও শ্রমিক এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানিয়েছেন, ধর্মঘটে বাসসহ সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে। এ ছাড়া ভোর থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে শ্রমিকদের মিছিল-পিকেটিং শুরু হয়েছে।

তিনি জানান, সিলেটের দক্ষিণ সুরমায় কদমতলী বাসস্ট্যান্ড এলাকার তাজমহল হোটেলের দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় যুবলীগ নেতা মহসিন কামরান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শাহীনুর রহমানের নেতৃত্বে হোটেল ও পরিবহন শ্রমিকদের ওপর হামলা করা হয়। এর প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন