চেয়ারম্যানের বাড়ি থেকে ৩১ রোহিঙ্গা উদ্ধার

  19-10-2017 09:54AM


পিএনএস, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদের বাড়ি থেকে ৩১ জন রোহিঙ্গা নারী-শিশুকে উদ্ধার করেছে প্রশাসন।

বুধবার বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

অভিযানে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আবদুর রহমান বদির ছোট ভাই আবদুস শুক্কুর, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল করিম, শীলবনিয়ারপাড়ার সাইফুল করিম ও পুরান পল্লানপাড়ার বাসিন্দা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমদের বাড়িতে তল্লাশি চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন) সৈয়দ তওফিক উদ্দিন আহমেদ।

এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফজলুল রহমান, কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ, র্যা ব, বিজিবি, পুলিশ, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তার বাড়ি থেকে রোহিঙ্গাদের আটক করা হয়নি। তার মালিকানাধীন একটি ভাড়া বাড়ি থেকে রোহিঙ্গাদের উদ্ধার করা হয় বলে তিনি জানান।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন