মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে নৌযান চলাচল বন্ধ

  20-10-2017 03:54PM

পিএনএস, মাদারীপুর: বৈরী আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটে।শুক্রবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে প্রথমে ১৭টি ফেরির মধ্যে ১১টি বন্ধ করে দেয়া হয়।

এরপর নদীতে উত্তাল ঢেউ আর ঝড়ো বাতাসের কারণে সকল ফেরি, লঞ্চ ও স্পীডবোট দুপুর ১২টার দিকে বন্ধ করে দেন ঘাট কর্তৃপক্ষ। ফেরি, লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকা পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

ঘাট কর্তৃপক্ষ জানান, সকালে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হচ্ছে। ঘাট এলাকায় ৮৬টি লঞ্চ, দেড় শতাধিক স্পীডবোট ও ১৭টি ফেরি নোঙ্গর করে রাখা হয়েছে। একটানা দীর্ঘ সময় বৃষ্টির কারণে জনজীবনে নেমে এসেছে অস্থিরতা।

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের টার্মিনাল সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, পদ্মা নদীতে ঢেউ থাকায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন