নিম্নচাপের প্রভাবে মোরেলগঞ্জে জনজীবন ব্যাহত

  20-10-2017 05:17PM

পিএনএস, মোরেলগঞ্জ প্রতিনিধি : নিম্নচাপের প্রভাব অপর দিকে আমাবশ্যায় সাগরে পানি বৃদ্ধি পাওয়ায় শুক্রবার পানগুছি নদীর তিব্র শ্রতে মোরেলগঞ্জ পৌর বাজারসহ বিস্তৃীর্ণ এলাকা তলিয়ে গেছে। ব্যহত হয়ে পরেছে গোটা উপজেলার জনজীবন। প্রবল বৃষ্টিতে খেটে খাওয়া মানুষের জীবন জীবিকা ব্যাহত হয়েছে।

বৃষ্টিতে মোরেলগঞ্জ পৌর শহরের অধিকাংশ এলাকা এবং উপজেলার খাউলিয়া, বারইখালী, জিউধরা,পঞ্চকরণ,বহরবুনিয়া ও মোরেলগঞ্জ সদরসহ বিভিন্ন ইউনিয়নের বিস্তৃীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পানিবন্দী হয়ে পড়েছে এসব এলাকার প্রায় ২৫ হাজার মানুষ।

অতি বৃষ্টির ফলে কোথাও হাঁটু পানি কোথাও কোমর পর্যন্ত পানি আটকে গেছে। গত ১ দিনের প্রবল বৃষ্টির পানিতে শত শত কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে, নষ্ট হচ্ছে বহু লোকের কাঠের ঘর-বাড়ি। পৌর বাজারের অধিকাংশ দোকানে পানি ঢুকে ইতোমধ্যেই নষ্ট হয়ে গেছে বহু টাকার মালপত্র। উপজেলার বহু ঘের ব্যাসায়ীরা পড়েছেন বিপাকে। আমন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন