রামপালে দূর্যোগপূর্ণ আবহাওয়া জনজীবন বিপর্যস্থ ভেসে গেছে মৎস্য ঘের

  20-10-2017 08:15PM

পিএনএস, স্টাফ রিপোর্টার (বাগেরহাট) : রামপালে স্থল নিম্নচাপের প্রভাবে দূর্যোগপূর্ণ আবহাওয়া ও মুশলধারে বৃষ্টিপাতের কারনে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। ভেষে গেছে কয়েকশত চিংড়ি ঘের, ফসলের ক্ষেত, ডুবে গেছে রাস্তাঘাট ও ঘর বাড়ি।

বিভিন্ন এলাকায় খোজ নিয়ে জানা গেছে, উপজেলার উজলকুড় ইউনিয়নের হোগলডাঙ্গা, বিমানবন্দর এলাকা, গোবিন্দপুর, ভরসাপুর, রামপাল সদরের ভাগা, রামপাল সদর, বাঁশতলী, গীলাতলা, বাইনতলার কুমলাই, কাশিপুর, শরাফপুর, রাজনগর, কালেখারবেড়, গৌরম্ভা, বর্ণীসহ আসপাশ এলাকা পানি জমে জলাবদ্ধ হয়ে পড়েছে। শতশত চিংড়ি ঘের ভেসে যাওয়ায় চাষিদের ব্যপক ক্ষতি হয়েছে। বেশ কিছু এলাকার আমনের ফসল তলিয়ে গেছে। নিম্ন আয়ের মানুষেরা পড়েছে ভোগান্তিতে।

দৈনন্দিন কাজ কর্ম বন্ধ থাকায় কিছুটা অসুবিধায় পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ। এভাবে দূর্যোগপূর্ন আবহাওয়া থাকলে আরও বিপর্যয়ের সম্ভাবনা দেখা দিতে পারে। এ ব্যাপারে উপজেলা সিনিয়র কর্মকর্তা রিপন কান্তি ঘোষের কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা মৎস্য চাষিদের সাথে যোগাযোগ রাখছি। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি তবে খুব শিগ্রই সমস্ত তথ্য পাওয়া যাবে বলে তিনি আশা করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন