রাজশাহীতে বৃষ্টিপাত ছাড়িয়েছে ১০০ মিলিমিটার

  21-10-2017 02:00PM

পিএনএস ডেস্ক:উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে শুক্রবার থেকে টানা বর্ষণে দুর্বিসহ হয়ে উঠেছে রাজশাহীর জনজীবন। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৯১ দশমিক ৯ মিলিমিটার ও ৬টার পর থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত ৩০ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।


রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজশাহীতে ৯১ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শনিবার সকাল ছয়টা থেকে ১০টা পর্যন্ত হয়েছে আরও ৩০ দশমিক ২ মিলিমিটার।

শনিবার সারাদিন আবহাওয়া প্রায় একই থাকবে। সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে এবং আগামীকাল রবিবার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলেও তিনি জানান।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন