ডিমলায় চুরির উপদ্রব বেড়েছে

  23-10-2017 02:59PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : কথায় বলে “চোর শুনেনা ধর্মের কথা” শয়ন ঘরের বেড়ার নিচের মাটি সরিয়ে স্বর্ণনের দুটি বালা, চেইন, ঝুমকা, নগদ অর্থ এন্ড্রবিট ওয়ালটন মডেল-এনএইচর্থ্রী লাইট মোবাইলসহ বেশে কিছু মালামাল নিয়ে যায় চোর।

ঘটনাটি ঘটেছে গত (১৯-অক্টোবর) রাতে নীলফামারীর ডিমলা উপজেলার ৭নং খালিশাচাঁপানী ইউনিয়নের শৈলমারি গ্রামের মোঃ ছমির উদ্দিনের ছেলে মোঃ মানিক ইসলাম’র বাড়ীতে।

মানিক জানায়, র্দীঘদিন ধরে অটোবাইক চালানো কষ্ঠে অর্জিত জমানো টাকা, বিবাহের দেওয়া গয়না, এনজিও থেকে তোলা ১৪ হাজার টাকা, ছিল আলমারীর ডোয়ারে, মোবাইটি ছিল র্চাজে, ঘম থেকে জেগে প্রকৃতির ডাকে আমি ঘরের বাহির হতেই দেখি চোর সবই নিয়ে গেছে। আমার সন্তান পরিজন নিয়ে পথে নেমে গেলাম।

অপদিকে ওই মানিকের পরিবারের আরেক মোবাইলে চুরি যাওয়া মোবাইল দিয়ে চোর ফোণ করে বলে চিনতার কোন কারণ নাই। এলাকাবাসী বলেন, এটি একটি পরিকল্পিত চুরি এই এলাকায় চুরির উপদ্রব বেড়েই ছলছে। চুরি যাওয়ার ঘটনায় মানিকের বাবা ডিমলা থানায় একটি সাধারন ডাইরী করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন