ডিমলা শুটিবাড়ী বাজারে উন্নয়ন কাজ চলছে

  23-10-2017 07:59PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : একটি কৃষি প্রধান দেশে বাজার উন্নয়ন অত্যান্ত ভুমিকা পালন করে। কৃষকরা বাজারে এসে সুলভ মূল্যের পন্যদ্রব্য ক্রয়-বিক্রয়, ব্যবসায়ীরা যেন ব্যবসা বার্নিজ্য করতে পারে এর জন্য চাই রাস্তা ঘাট ও বসার স্থান। তারই প্রেক্ষিতে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ী বাজারে উন্নয়ন কাজ চলছে।

উপজেলা প্রকৌশলী অফিস সুত্রে জানা যায়, শুটিবাড়ী বাজার উন্নয়ন কাজটি ১ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি ও জাইকার অর্থায়নে মের্সাস মুন কনস্ট্রাকশন ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালনায় ফিস সেট, মিড সেট, মাল্টি পারপাস সেট, ল্যাটিন, হাট অফিস, আরসিসি রোডের কাজ চলছে।

এবিষয়ে গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শরিফ ইবনে ফয়সাল মুন বলেন, আমি একজন চেয়ারম্যান হিসেবে নয় সাধারন নাগরিক হিসেবে বলবো বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা হাট বাজার উন্নয়নের যে শুভ দৃষ্টি দিয়েছেন তা ডিজিটাল বাংলাদেশ গড়ার আরো একটি রুপ রেখা। এই বাজার উন্নয়নের চলমান কাজটি নিখুদ ভাবে করিয়ে নিতে আমিসহ আমার পরিষদের সকল জনবল তদারকি করছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন