নীলফামারীতে মন্দির থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার

  23-10-2017 09:49PM

পিএনএস, নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীর শালমারার একটি বুড়ি মন্দির থেকে দিপু চন্দ্র রায়(২২) নামে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সদস্যের মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় নীলফামারী থানা পুলিশ।

দিপু চন্দ্র টুপামারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শালমারা শাহপাড়া গ্রামের জলেশ চন্দ্র রায়ের ছেলে। ছয় মাস আগে সদর উপজেলার পলাশবাড়ি ইউনিয়নের তরুনীবাড়ি গ্রামের রতেœশ্বর রায়ের মেয়ে গৌরী রায়ের সাথে বিয়ে হয় দিপুর।

দিপুর স্ত্রী গৌরি রায় জানান, কালিপুজার তিনদিন আগে বাড়িতে আসে সে। চাকুরীতে যোগদানের জন্য রবিবার তার ঢাকায় অবস্থান করার কথা ছিলো। এজন্য শনিবার সন্ধ্যায় টিকিট আনতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে গেলে আর ফেরেনি।

দিপুর চাচি গিতা রানী রায় জানান, সোমবার বেলা সাড়ে তিনটার দিকে আমরা খবর পাই পাশ্ববর্তি বুড়ি মন্দিরে দিপুর ঝুলন্ত লাশের কথা। সেখানে গিয়ে পরিবারের লোকজন দিয়ে তাকে শনাক্ত করেন।

ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য রশিদুল ইসলাম জানান, বেলা তিনটার দিকে বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দেই। স্থানীয়রা ঝুলন্ত লাশ দেখতে পেয়ে আমাকে জানায়।

শনিবার সন্ধ্যা থেকে দিপুর খোঁজ পাওয়া যাচ্ছিলো না এমনটা জানিয়েছেন পরিবারের সদস্যরা।অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ তৎপরতা শুরু করেছে।ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন