ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নিরাপদ সড়ক চাই দিবসে আলোচনা সভা

  23-10-2017 10:27PM

পিএনএস, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উপলক্ষে ‘সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি’ স্লোগানে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ এ অনুষ্ঠানের আয়োজন করে।

গত রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। স্কাউট, মানব কল্যাণ নবীন সংঘ সহ বিভিন্ন সামাজিক সংগঠন এতে অংশ গ্রহন করেন । আনন্দ শোভাযাত্রাটি কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী মোড় প্রদক্ষিণ শেষে ভাদুঘর বাস টার্মিনালে গিয়ে মিলিত হয়। সেখানে নিরাপদ সড়ক চাই ও বিআরটিএ কর্তৃপক্ষের লোকজন সড়ক গাড়ি চলানো সম্পর্কে সচেতনা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করেন।

পরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহানুর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সাঈদ, নিরাপদ সড়ক চাই এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক-মোঃ আকতার হোসেন , বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ব্রাহ্মণবাড়িয়া শাখার সহকারি প্রকৌশলী নাদির হোসেন, মোটরযান পরিদর্শক প্রদীপ কুমার দেব, বীর মুক্তি যোদ্ধা আলহাজ্ব আবু হোরায়রাহ, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন , সাংবাদিক নজরুল ইসলাম শাহাজাদা, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি –সাইদুল ইসলাম সাহেদ, প্রমূখ। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি
– আল আমিন শাহিন এর সঞ্চালনায় –
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়কের গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করলে দুর্ঘটনার পরিমান কমে যাবে। বক্তারা বিআরটিএ এর নিয়ম মেনে চলাসহ সবাইকে নিরপাদ সড়ক নিশ্চিত করার জন্য সবাইকে সচেতন হওয়ার আহবান জানান । এসময় আর উপস্থিত ছিলেন – তিতাস বার্তার সম্পাদক-এম এ মতিন সানু ,ক্রাইম রিপোরটার-আব্দুর রহমান চিশতী, মানব কল্যাণ নবীণ সংঘের সাধারণ সম্পাদক –মোঃ মাহফুজুর রহমান পুষ্প, সিনিয়র সহ সভাপতি- আবুল হোসাইন, সহ সভাপতি –আব্দুস সাত্তার, যুগ্ম সম্পাদক –মোঃ জামির হোসাইন, সহ সম্পাদক- মোঃ ফরহাদ খান, মোঃ রফিকুল ইসলাম, সদস্য মোঃ ওমর ফারুক । এই অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন। নিরাপদ সড়ক চাই –ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন