বনগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী দগ্ধ

  15-11-2017 12:50PM


পিএনএস, মানিকগঞ্জ: মানিকগঞ্জের গঙ্গাধরপট্টি বনগ্রাম এলাকায় চুলা জ্বালানোর সময় গ্যাসের পাইপ লিক হয়ে আগুন ছড়িয়ে পড়ে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, হামিদুর রহমান (৪৫) ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪০)।

বুধবার ভোর ৫টার দিকে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ওই দম্পতি দগ্ধ হন। তাৎক্ষণিক ভাবে এলাকাবাসী তাদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

হামিদুর রহমান ঢাকার মিরপুর আল রাহিয়ান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তারা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়।

স্থানীয়রা জানান, শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভোরে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ওই দম্পত্তি দগ্ধ হন।

মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার লুৎফর রহমান জানান, আগুনে সাবিনা ইয়াসমিনের শরীরের ৭০ শতাংশ এবং হামিদুর রহমানের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে।

অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়।

স্থানীয়রা আরো জানান, ভোর ৫টার দিকে চুলা ধরান সাবিনা ইয়াসমিন (৪০) । গ্যাসের পাইপ লিক থাকায়, আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। দগ্ধ হন সাবিনা। তাকে উদ্ধার করতে গিয়ে স্বামী হামিদুর রহমান (৪৫) দগ্ধ হন। তাদের প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়।

এদিকে মানিকগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স আখতার হোসেন জানান, ভোর ৫টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হামিদুর রহমান (৪৫) এবং সাবিনা ইয়াসমিন (৪০) নামে দুই জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী বলে জানান তিনি।

তিনি আরো জানান, বুধবার ভোরে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে সাবিনা ইয়াসমিন ও হামিদুর রহমান দগ্ধ হন। তাদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রতিদিনই খবরের কাগজ কিংবা টেলিভিশন খুললেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের দেখা যায়। ইদানিং এ বিস্ফোরণের সংখ্যাটা যেন একটু বেশিই চোখে পড়ছে। তবে চিকিসৎকরা জানান, সাধারণ কিছু নিয়ম জানা থাকলে সহজেই এড়ানো যেতে পারে এ ভয়াবহ দুর্ঘটনা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন