শিশু সিডরের আজ ১০তম জন্মদিন

  15-11-2017 03:43PM

পিএনএস, টুটুল গাজী : ২০০৭ সালের ১৫ নভেম্বার বাংলাদেশর বুকে আঘাত হানে ঘুর্ণিঝড় সিডর। সিডরে ৪৫০ জনের মধ্যে ৫২ই ভাগই ছিলো শিশু সিডরের ছোবলে নিহত ৩ হাজার । ঘুর্ণিঝড় সিডর
যখন একের পর এক উপকূলবাসীর প্রাণ কেড়ে নিচ্ছিল ঘুর্ণিঝড় সিডর তখনই জন্ম হয় কিছু শিশুর। চারদিকে ধ্বংসস্তুপ, হাহাকারের মধ্যেও মৃত্যুকে পরাজিত করে তারা। সেই সিডরে জন্মনেওয়া শিশুদের দশম জন্মবার্ষিকী আজ।

উপকূলে সিডরের তাণ্ডবের মধ্যেই পটুয়াখালীর মির্জাগঞ্জে জন্ম নেয় এক শিশু। ৬ ঘণ্টা বৃষ্টিতে ভিজেও বেঁচে যায় সে। নাম রাখা হয় সিডর। শিশু সিডরের দশম জন্মদিন আজ। তবে নিজের জন্মদিনে যারা মারা গেছেন, তাদের আত্মার শান্তি কামনা করেছে সিডর। সেদিনের কথা মনে করে এখনো আতঙ্কে শিউরে ওঠেন সিডরের মা।

সেই রাতেই মোংলার দক্ষিণ কাইনমারি গ্রামের সাইক্লোন শেল্টারে দুই মায়ের কোলজুড়ে আসে দুই শিশু। ছেলে শিশুটির নাম রাখা হয় সিডর, মেয়েটির সিডোরা। তারাও ১০ বছর পূর্ণ করলো আজ। তবে সেদিন প্রাণে বেঁচে গেলেও দুর্দশা পিছু ছাড়েনি এই শিশুদের। সরকারি কোনো সহায়তা না পাওয়ায় ঠিক মতো সন্তানের পড়ালেখা করাতে পারছেন না বলে অভিযোগ সিডর, সিডোরের মা-বাবার।

তবে সিডর শিশুদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন মোংলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন