পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত: আহত ১

  15-11-2017 04:39PM

পিএনএস, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর(বিএসএফ) গুলিতে ফরিদ হোসেন শরীফ(২৩) নামে এক বাংলাদেশী গরু পারাপারকারী নিহত হয়েছেন। এ ঘটনায় বিএসএফ'র গুলিতে আক্কাস আলী(২৪) নামে অপর একজন আহত হয়েছেন।

গত মঙ্গলবার(১৪ নভেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলারের নিকট ঘটনাটি ঘটে। এ সময় নিহত শরীফের লাশ টেনে হেচড়ে নিয়ে গেছে বিএসএফ।

নিহত ফরিদ হোসেন শরীফ উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফারমারা ঠাকুরপাড়া এলাকার শামসুল হকের ছেলে। আহত আক্কাস আলী একই গ্রামের আ:কুদুসের ছেলে বলে জানা গেছে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) রংপুর-৬১ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মেহেদী হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিনগত মধ্যরাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলারের নিকট শরীফসহ কয়েক জন বাংলাদেশী গরু পারাপার করতে যায়। এ সময় কুচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের বিএসবাড়ী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে ঘটনাস্থলেই ফরিদ হোসেন শরীফ নিহত হন। এতে আহত হন আক্কাস আলী নামে এক বাংলাদেশী। এ সময় বাকীরা পালিয়ে আসতে সক্ষম হলেও নিহত ফরিদ হোসেন শরীফের লাশ টেনে হিচঁড়ে নিয়ে যায় বিএসএফ।

তিনি আরো জানান, এ ঘটনায় বিজিবি'র পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদপত্রসহ মরদেহ ফেরত চেয়ে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন