পাইকগাছায় ইজিবাইক-নছিমন সংঘর্ষে শিক্ষক নিহত

  15-11-2017 06:58PM

পিএনএস, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় ইজিবাইক ও নছিমন সংঘর্ষে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় তার স্ত্রী আহত হয়। নিহত মনিরুল (৫৫) উপজেলার চাঁদখালী হাইস্কুলের ইংরেজী শিক্ষক এবং মৃতঃ ইব্রাহিম মোড়লের ছেলে। ঘটনাটি ঘঠেছে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিবসা ব্রিজের অপর প্রান্তে শ্মরণ খালী মোড় নামক স্থানে।

নিহতের পরিবারিক সূত্র জানিয়েছেন, শিক্ষক মনিরুল দম্পত্তি তাদের মেয়ে মোহনাকে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে সড়ক পথে পাইকগাছায় জিরোপয়েন্ট এ নেমে ইজিবাইক চড়ে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন এবং শ্মরণ খালী মোড়ে পোছালে বিপরিত দিক থেকে আসা দ্রুত গামী একটি যাত্রীবাহি নছিমন' আঘাত করলে শিক্ষক মনিরুলের মাথা ও বুকে গুরুতর ভাবে আঘাত প্রাপ্ত হয়ে জখম হন। তার স্ত্রী'র সুফিয়ার হাত ভেঙে আহত হন।

স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মনিরুলের মৃত্যু ঘোষণা করেন। এদিকে প্রিয় শিক্ষকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশের এসআই বাবুল জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত নছিমনটি জব্দ করা হলেও তাঁর চালক পালিয়েছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন