ডিমলা নাউতারায় মা সবাবেশ ও সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

  15-11-2017 07:01PM

পিএনএস, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী ডিমলা উপজেলার ৬নং নাউতারা ইউনিয়নে অবস্থিত নাউতারা হলি চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন-এ ১৫ নভেম্বর সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নাউতারা গালর্স স্কুল এন্ড কলেজ ও নাউতারা হলি চাইল্ড কেয়ার কিন্ডার গার্টেন সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে ডিমলা নাউতারায় মা সবাবেশ ও ২০১৭ শিক্ষাবর্ষের সমাপনী পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ আলী সানু, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোছাঃ রশিদা হক লাকী, মোঃ শহিদুল ইসলাম সাজু, মিলন চন্দ্র রায়, মোছাঃ হুমায়রা আক্তার রুমানা, মোঃ মনোয়ার হোসেন, মোছাঃ মুক্তা পারভীন, মোছাঃ মৌসুমী আক্তার, মোঃ সুমন ইসলাম, মোছাঃ সেলিনা পারভীন, শাহাদৎ হোসেন, মোছাঃ লাবনী, আশরাফুল ইসলাম ও শরিফুল ইসলাম প্রমূখ।

সভায় সভাপতি তার বক্তব্যে বলেন যার বিদ্যা নাই তার ভালমন্দ বোঝার ক্ষমতা নাই। সমাজের সকল প্রকার অনাচার দূরভীত করতে পারে একমাত্র শিক্ষা আর মান সম্মত শিক্ষা পাওয়া সকল শিশুরই মৌলিক অধিকার। শিশুকে সু-শিক্ষা পেয়ে দিতে বাবার ভূমিকার চেয়ে একজন মায়ের ভূমিকা অপরিসীম। তাই আসুন আমরা আমাদের সন্তানদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে নিয়মিত স্কুলে পাঠাই ও ঐক্যবন্ধ হই ।

উল্লেখ্য অনুষ্ঠানের পথম প্রহরে আলোচনা দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংবর্ধনা পাঠকরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোছাঃ তাজনিহা ফারহিন তুবা, মোঃ শিহাবুজ্জামান শিহাব। পরিবেশে বিদায়ীদের মাঝে শিক্ষা উপকরণ তুলেদিয়ে সভার সভার সমাপ্তি ঘোষণা করেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন