আশুলিয়ায় ব্যাগে পাওয়া ১৯ হাতবোমা নিস্ক্রিয়

  16-11-2017 09:37PM

পিএনএস : ঢাকার আশুলিয়ায় একটি পরিত্যাক্ত জমিতে ব্যাগে পাওয়া ১৯টি হাতবোমা নিস্ক্রিয় করেছে বোমা নিস্ক্রিয়কারী দল।

বৃহস্পতিবার সন্ধ্যায় কাউন্টার টেরোরিজমের স্পেশাল সিটি ইউনিটের পরিদর্শক শফী উদ্দিনের নেতৃত্বে একটি দল হাতবোমাগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করে বলে আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল জানান।

এরআগে দুপুরে আশুলিয়া ইউনিয়নের বাসাইদ এলাকায় পারুল আক্তারের পরিত্যাক্ত জমি থেকে একটি ব্যাগ থেকে বোমাগুলো পাওয়া যায়।

ওসি বলেন, পরিত্যাক্ত জমিতে কালো ব্যাগ ভর্তি বোমা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে জায়গাটি ঘিরে রেখে বোমা ডিসপোজাল ইউনিটকে খবর দেয়।

“সন্ধ্যায় বোমা ডিসপোজাল ইউনিটের পাঁচ সদস্যের একটি দল এসে সেগুলোকে হাতবোমা (জর্দার কৌটায় তৈরি হাতবোমা) হিসাবে নিশ্চিত করে। পরে তারা হাতবোমাগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিস্ক্রিয় করে।”

নাশকতার জন্য দুস্কৃতকারীরা হাতবোমা ভর্তি ব্যাগটি ওই স্থানে রেখেছিল বলে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন