বেনাপোলে মাছ চাষে সাফল্য পাচ্ছেন নারীরা

  17-11-2017 04:13PM

পিএনএস, বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা-বেনাপোলে বাণিজ্যিক ভাবে শুরু হয়েছে মাছ চাষ। সফল মাছ চাষী সাকিলা আকতার ও সাফিয়া খাতুনসহ এ উপজেলায় প্রায় ৩শ নারী বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে পেয়েছেন সাফল্য। বাড়ছে মাছ চাষ। ফলে লক্ষ মাত্রার তিনগুন বেশী মাছ উৎপাদন হওয়ায় এলাকার চাহিদা মিটিয়ে মাছ রফতানি হচ্ছে বাহিরে জানালেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা।

মৎস্য সম্প্রসারন প্রকল্পের আওতায় বিভিন্ন প্রকার মাছ চাষে এগিয়ে এসেছে নারীরা। ডিগ্রি পড়ুয়া শিক্ষার্থী বেনাপোল বাহাদুর পুর গ্রামের সাকিলা আক্তার ও গৃহিনী গোগা আমলাই গ্রামের সাফিয়া খাতুন তিন বছর আগে থেকেই নিজ জমিতে ভেড়ী কেটে শুরু করেছেন মাছ চাষ। মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় ও নিবিড় পরিচর্যা করে তাদের মৎস্যঘেরে একই জলাকারে তিন স্থরে রুই কাতলা মৃগেল মনোসেক্স,পুটি,সিলবার,গ্লাসকাপ সহ চাষ করছেন ১৫ প্রজাতির মাছ-লাভবান হয়েছেন তারা। তাদের সংসারে ফিরেছে স্বচ্ছলতা। তাদের দেখে অনেক নারী ঝুকছেন মাছ চাষে পাচ্ছেন সাফল্য। মানুষের শরীরের আমিশের ঘাটতি পূরনসহ পুষ্টির চাহিদা মিটাতে বিভিন্ন প্রকার মাছের কদর রয়েছে সর্বত্র। শার্শা উপজেলায় বিস্তর্ন্ন এলাকার হাওড় বাওড় জলাশয় ঘের ও ভেড়ীতে হচ্ছে মাছ চাষ।

কর্মঠ উদ্যোমী ও সফল মাছ চাষী বাহাদুরপুর-গ্রামের নারী উদ্যোক্তা সাকিলা আক্তার,পড়া লেখার পাশাপাশি তাদের পূর্বমাঠের বিলে উপজেলা মৎস্য অধিদপ্তরের সহযোহিতা প্রশিক্ষন নিয়ে ৩০বিঘা জমিতে ১৫ প্রজাতির মাছ চাষ করেছেন। পরিচর্যা সহ ১৪ লাখ টাকার মাছ ছেড়েছে তিনি। এক বছরের মধ্যে ২৫ লাখ টাকার মাছ বিক্রি হবে আশা তারা।

সফল মাছ চাষী আমলাই গোগার সাফিয়া খাতুন ৪ বিঘা জমিতে করেছেন মাছ চাষ। মাছ চাষে ভালই সংসার চলছে তার। তাদের দেখে উপজেলায় প্রায় ৩শ নারী ঝুকেছেন মাছ চাষে। সাফল্য পাচ্ছেন তারা। দিন দিন বাড়ছে নারী মাছ চাষী সরকারের আরো সহযোগিতা কামনা করেন তারা।

গোগা আমলা-ইউপি সদস্য সামসুজামান বুলু-ও বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, শার্শায় মাছ চাষে লাভবান হওয়ায় একে অপরের দেখাদেখি নারীরা ঝুকছেন মাছ চাষে লাভবান হচ্ছেন তারা। নিজেরা উদ্বুদ্ধ হয়ে হাওড় বাওড়া ঘের ও ভেড়ীতে মাছ চাষ করছেন এলাকার নারীরা স্বালম্বি হচ্ছেন তারা। সরকারের আরো সহযোগিতা পেলে শার্শায় মাছ চাষে ঘটবে বিপ্লব এমটাই জানান স্থানীয়রা।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবুল হাসান বলেন,বর্তমান মৎস্য বান্ধব সরকার মাছ চাষে উৎপাদন বৃদ্ধিতে বিভিন্ন প্রকল্প গ্রহন করেছে। এ প্রকল্পের আওতায় মাছ চাষে এগিয়ে এসেছে নারীরা। প্রশিক্ষন পরামর্শ ও আর্থিক সহযোগিতা দিচ্ছেন মৎস্য অধিদপ্তর নারীদের মধ্যে আগ্রহ বাড়ছে। ফলে বাড়ছে মাছ চাষ পূরণ হচ্ছে মাছের ঘাটতি ও মিটছে আমিশের চাহিদা- শার্শা উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৭হাজার মে:টন উৎপাদন হচ্ছে ২১হাজার মে:টন-জানান মৎস্য অধিদপ্তর।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন