নওগাঁয় কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর

  18-11-2017 04:52PM

পিএনএস, নওগাঁ: নওগাঁর আত্রাইয়ে কালী মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাঙচুর করেছেন দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়কালিকাপুর কালী মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির কমিটির সভাপতি নিরাঞ্জন কুমার জানান, ঐতিহ্যবাহী এ কালি মন্দিরে সকাল সন্ধ্যা পুজা দেয়া হয়। শুক্রবার রাতে পুজা শেষে সবাই বাড়িতে চলে যায়। রাতের অন্ধকারে কে বা কারা মন্দিরে প্রবেশ করে কালি, শিবসহ ৪টি প্রতিমার মাথা ভাঙচুর করেছে।

১৯ নভেম্বর শনিবার ভোর ৫টার দিকে মন্দিরের প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন।

ওসি আরও জানান, স্থানীয় লোকজন ও মন্দির কমিটির সাথে আলোচনা করার পর প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। দোষীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন