শেরপুরে বঙ্গবন্ধুর ভাষণ স্বীকৃতি পাওয়ায় আনন্দ শোভাযাত্রা

  18-11-2017 05:54PM

পিএনএস, শেরপুর (বগুড়া) সংবাদদাতা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভ করায় বগুড়ার শেরপুর উপজেলায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনাসভা করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (১৮নভেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপুর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিটন সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমাণ্ডার কেএম ওবায়দুর রহমান, পুলিশের উপ-পরিদর্শক শামছুজ্জোহা, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, প্রভাষক আব্দুল বারী, আব্দুর রাজ্জাক, আব্দুর রউফ খান প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা ছাড়াও নানাশ্রেণীপেশার মানুষ অংশ নেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন